আমাদের গল্প শুরু হয়েছিল ২০২৫ সালে, রাজশাহীর সিরাজগঞ্জের মাটিতে। চারপাশে যখন ভেজাল আর কেমিকেল মেশানো খাবারে মানুষ হতাশ, তখন আমরা স্বপ্ন দেখেছিলাম এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে মানুষ নির্ভয়ে বিশ্বাস করে অর্গানিক খাবার কিনতে পারবে। সেই বিশ্বাসের নামই হলো সোহা এগ্রো।
আমাদের কাছে প্রতিটি প্রোডাক্ট মানে শুধু প্রোডাক্ট নয়, এটা আপনার পরিবারের সুস্থতা আর আমাদের প্রতি আপনার আস্থা। তাই আমরা কখনোই কোনো শর্টকাট নেই না, বরং প্রতিটি ধাপে রাখি সততা ও যত্ন। দেশের মধুর মিষ্টি স্বাদ, গরুর ঘি’র ঘ্রাণ, কিংবা খাঁটি সিরিষার তেল—সবকিছুই আসে কৃষকের হাত ধরে, সরাসরি প্রকৃতি থেকে।
আমরা বিশ্বাস করি, ভরসা একদিনে তৈরি হয় না, সেটা গড়ে ওঠে দীর্ঘদিনের সততা দিয়ে। আর সেই ভরসাটাই হলো সোহা এগ্রোর আসল শক্তি।